দুঃস্থ কোভিড রোগীদের দুয়ারে পৌঁছে দিতে হবে খাবার, জেলাগুলিকে নির্দেশ দিল নবান্ন 

দাবনলের মতো ছড়িয়ে পড়ছে করোনা। মঙ্গলবার রাজ্যের বিশিষ্ঠ চিকিৎসকরা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, রাজ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। যদিও একদম প্রথম পর্যায়ে রয়েছে। তবু সংক্রমণের হার অত্যন্ত উদ্বেগজনক। এই আবহে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরামর্শে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। 

মঙ্গলবার নবান্নের তরফে জেলা শাসকদের নির্দেশ পাঠানো হয়েছে, জেলার গরিব কোভিড রোগীদের বাড়ি বাড়ি খাওয়ার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে স্থানীয় প্রশাসনকে। মঙ্গলবার থেকেই জরুরি ভিত্তিতে জেলাগুলিকে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। 

নবান্ন সূত্রে খবর, মুড়ি, চাল,ডাল ও বিস্কুট একটি প্যাকেটে করে ভরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে নির্দেশে। প্রশাসন যাতে প্রত্যেকটি দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে পারে জেলা শাসককে তার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। 

Comments are closed.