নন্দীগ্রামে আহত মমতা, তদন্তভার নিল CID

১১ মার্চ ভোট প্রচারে গিয়ে নন্দীগ্রামে আহত হন মমতা

ভোট প্রচারে গিয়ে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার এই ঘটনার তদন্তভার নিল সিআইডি। ১১ মার্চ ভোট প্রচারে গিয়ে নন্দীগ্রামে আহত হন মমতা। এদিন রাতেই তৃণমূল নেত্রীকে কলকাতায় নিয়ে আসা হয়।  গোড়ালিতে চোট পান তিনি। এসকেএম-এ চিকিৎসার পর পায়ে প্লাস্টার পড়ে মুখ্যমন্ত্রীর। হুইল চেয়ারে করেই মুখ্যমন্ত্রী এখন ভোটের প্রচারে জেলা সফরে।

[আরও পড়ুন- সাংবাদিক থেকে নেতা, সিউড়ির হৃত গৌরব ফেরানোর লড়াই ভূমিপুত্র জগন্নাথের]

মমতার আহত হওয়ার ঘটনায় বিস্তর জলঘোলা হয় রাজ্য রাজনীতিতে। তৃণমূল নেত্রীর অভিযোগ, তাঁকে ইচ্ছে করে আঘাত করা হয়েছে। এদিকে বিরোধীরা তৃণমূল নেত্রীর অভিযোগ মানতে নারাজ। ঘটনার জেরে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপারকে সরায় নির্বাচন কমিশন। মুখমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান নন্দীগ্রাম থানায় মুখমন্ত্রীর উপর হামলার অভিযোগে এফআইআর দায়ের করেন। এবার সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের দায়িত্ব নিল রাজ্যের গোয়েন্দা বিভাগ।

Comments are closed.