গোয়া সফর শেষ করেই নজরে পুরভোট, প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী 

হাতে আর মাত্র কয়েক দিন, তারপরেই কলকাতা পুরভোট। সব দলের শীর্ষ নেতৃত্বই প্রার্থীদের সমর্থনে জোর কদমে প্রচারে শুরু করেছেন। জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমোও এবার পুরভোটের প্রচার শুরু করতে চলেছেন। ঘাসফুল শিবির সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  

সূত্রের খবর, বুধবার ১৫ ডিসেম্বর এবং শুক্রবার ১৬ ডিসেম্বর জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে ১৫ ডিসেম্বর ফুলবাগান মেট্রো স্টেশনের কাছে একটি সভা করবেন তিনি। মূলত উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীদের সমর্থনে ওই সভা করবেন তিনি। এন্টালি, জোড়াবাগান, চৌরঙ্গী, মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুর প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি।  

এরপর ১৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় দুটি জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রথমটি বিকেল ৪ টের সময় বাঘাযতীন বারো ভুতের মাঠে জনসভায় উপস্থিত থাকবেন তিনি। যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি। এরপর বিকেল ৫ টা থেকে বেহালা চৌরাস্তায় দ্বিতীয় জনসভাটি করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সভার পাশাপাশি ১৬ ও ১৭ ডিসেম্বর জোড়া মিছিল করার কথা রয়েছে অভিষেক ব্যানার্জির। 

Comments are closed.