যাঁরা এ ধরনের কাজ করেন, তাঁদের আমি মানুষ বলে মনে করিনা; ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মন্তব্য মুখ্যমন্ত্রীর

যারা এ ধরনের কাজ করেন, তাঁদের আমি মানুষ বলে মনে করিনা। ভুয়ো আইএএস দেবাঞ্জন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, কসবা কাণ্ডের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নিতে বলেছেন। নিজেও বিষয়টি নিয়ে একাধিকবার কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে ফোনে কথা বলেছেন। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও এদিন জানান মমতা। পাশাপাশি তৃণমূল নেত্রী জানিয়ে দেন, ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাঁদের কাউকেই রেওয়াতে করা হবে না। সে যেই হোক।

মুখ্যমন্ত্রী এদিন আরও একবার ঘোষণা করেন, ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকে যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের সকলের সঙ্গেই যোগাযোগ রাখছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ভুয়ো ভ্যাকসিন গ্রহীতাদের পুনরায় ভ্যাকসিন দেওয়া যাবে কিনা তা নিয়ে সিদ্ধান্তের জন্য বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দলও গঠন করা হয়েছে।

মমতা ব্যানার্জি আরও বলেন, অনেক সময় আমাদের চারপাশে এমন লোকজন থাকে যাঁদের আসল পরিচয় আমরা জানতে পারিনা। এ ধরনের প্রতারকদের থেকে সাধারণ মানুষকে সাবধানে থাকার বার্তা দেন তিনি।

দেবাঞ্জন কান্ড প্রকাশ্যে আসার পরেই গেরুয়া শিবিরের অভিযোগ, প্রতারণার ঘটনার সঙ্গে শাসক দলের শীর্ষ নেতারাও জড়িত। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

তৃণমূল নেত্রী পাল্টা বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করে ঘটনার তদন্ত করছে। তাঁর কটাক্ষ, উত্তরপ্রদেশ বিহারে একাধিক মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, সিবিআইয়ের উচিত আগে এই নিয়ে তদন্ত করা।

Comments are closed.