কোভিশিল্ড নিলে ঢোকা যাবে না ইউরোপীয়ান দেশে, আশ্বস্ত করলেন পুনাওয়ালা

বিদেশে যাওয়ার ক্ষেত্রে এবার কোপ খেল কোভিশিল্ড। আগেই জানা গিয়েছিল কোভ্যাকসিন নেওয়া থাকলে বিদেশে ঢোকার ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি কোভ্যাকসিন নিয়ে কোন কোন দেশে গেলে থাকতে হচ্ছে ১৫ দিন কোয়ারেন্টাইনে, বলেও জানা গিয়েছিল।

এবার জানা গেল কোভিশিল্ড নিলে যাওয়া যাবে না ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে। এই বিষয়ে সোমবার সিরামের কর্ণধার আদর পুনাওয়ালা একটি টুইট করে জানান এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হবে। বিষয়টিকে আলোচনার জন্য উচ্চ স্তরে নিয়ে যাব। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে।

জানা গেছে, ১ জুলাই থেকে ডিজিটাল কোভিড সার্টিফিকেট চালু করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় ইউনিয়নের অন্তর্বর্তী দেশগুলিতে প্রবেশের জন্য যেসব ভ্যাকসিনকে মান্যতা দেওয়া হয়েছে তার মধ্যে কোভিশিল্ড নেই। এরপরেই ভারতীয়রা ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাই সোমবার পুনাওয়ালা টুইট করার আশ্বাস দেন দেশবাসীকে।

Comments are closed.