ক্রিসমাস ফ্যাস্টিভ্যাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, সতর্ক করলেন ওমিক্রন নিয়ে 

সোমবার পার্কস্ট্রীটের অ্যালেন পার্কে ক্রিমাস ফ্যাস্টিভেল উদ্বধোন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বধোন শেষে বক্তব্যে রাখতে গিয়ে করোনার নতুন রূপ নিয়ে রাজ্যবাসীকে সচেতন করেন তিনি। বলেন, এই মুহূর্তে ওমিক্রন থেকে আমাদের সকলকে একটু সাবধানে থাকতে হবে। 

এদিন ফ্যাস্টিভ্যাল উদ্বধোনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র সহ আরও অনেক। রাজ্যবাসীর তরফ থেকে সকল গোয়াবাসী সহ দেশবাসীকে বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিন জানান, আগামী ২৪ ডিসেম্বর রাতের প্রার্থনায় উপস্থিত থাকবেন। 

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার বছরের শীতলতম দিন। আর কয়েকদিন পরেই বড় দিনের আনন্দে মেতে উঠবে শহরবাসী। ইতিমধ্যেই, পার্কস্ট্রিট, ব্যান্ডেল, চন্দনগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত ক্রিসমাস উপলক্ষ্যে সেজে উঠছে। উদ্বধোন মঞ্চ থেকেই এদিন বড়দিন উপলক্ষ্যে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনারটকে সাজিয়ে তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  

Comments are closed.