কোভিড টিকাকরণে প্রথম বাংলা, রাজ্যের ১০ কোটি মানুষ পেয়েছেন করোনার টিকা

কোভিড টিকাকরণে সাফল্য পেল বাংলা। বাংলা মোট ১০ কোটি ব্যক্তি কোভিডের টিকা পেয়েছেন। কোভিড টিকাকরণের অ্যাপ কোউইনের মাধ্যমে জানা গিয়েছে একথা। ১০ কোটি টিকা প্রাপকদের মধ্যে প্রথম টিকা পেয়েছেন সাড়ে ৩ কোটির বেশি কিছু মানুষ। এটাও অন্যান্য রাজ্যের তুলনায় রেকর্ড বলাই যায়। এদের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা, পুলিশ ও সাধারণ মানুষ।

তবে যাঁরা টিকা পেয়েছেন তাঁদের মধ্যে অনেকে অন্য রাজ্যে থাকেন। বাংলায় প্রথম ডোজের টিকা নিয়ে দ্বিতীয় ডোজ এখনও নেননি। আবার অনেকে ফোন নম্বর বদল করেছেন। সেইসব সংখ্যা বাদ দিলে মোট টিকা প্রাপকের সংখ্যা সাড়ে সাত কোটি। প্রথম থেকেই রাজ্যে আরও বেশি টিকা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর আবেদনের পর রাজ্যে আরও বেশি টিকা পাঠিয়েছে কেন্দ্র। এখন সরকারি ও বেসরকারি মিলিয়ে বাংলার প্রায় দেড় হাজার কেন্দ্রে কোভিড টিকা দেওয়া হয়।

Comments are closed.