তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। সারাদিনই কাটে হাজারো ব্যস্ততার মধ্যে।প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি দলের সাংগঠনিক কাজও সামলাতে হয় তাঁকে। রাজ্যের শাসক দলের তিনিই প্রধান। রাজ্যের পাশাপাশি দলেরও যে কোনও সিদ্ধান্তে শেষ সিলমোহরটি তিনিই দেন। চূড়ান্ত ব্যস্ততার মাঝেও যে কোনও উৎসবেই অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। নিজের মতো করে উদযাপন করেন তিনি। শুক্রবার রথযাত্রা পালন করতে কলকাতার ইসকনের মন্দিরে যান মুখ্যমন্ত্রী।
এদিন প্রথমে রাধাগোবিন্দের মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিনেত্রী তথা সাংসদ নুসরৎ জাহানও উপস্থিত ছিলেনরাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে এদিন মূল অনুষ্ঠানে যান। নুসরৎ ছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীও উপস্থিত ছিলেন
রথ টানার আগে মঙ্গলারতিও করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকেঅন্য মেজাজে মুখ্যমন্ত্রী
নৃত্যশিল্পী ডোন গাঙ্গুলি ও তাঁর নাচের স্কুলের ছাত্রীরা এদিন নৃত্য পরিবেশন করেনরথ টানার আগের মুহূর্তেমুখ্যমন্ত্রী রথের রশিতে টান দেওয়ার পরেই কলকাতার ইসকনের রথ যাত্রা শুরু হয়
Comments are closed.