শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা। প্রাণে বাঁচলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুক্রবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মারিশদায় শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনের দিকে থাকা সি আর পি এফের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক।
গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এরপর একটি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা। লেখেন, ভগবান জগন্নাথের কৃপায় আমি ভালো আছি। পরবর্তী সব অনুষ্ঠানে যোগদান করতে পারবো। আমার সুস্থতা নিয়ে অসংখ্য মানুষ খবর নিয়েছেন। সবাইকে আশ্বস্ত করছি, আমি ভালো আছি।
https://twitter.com/SuvenduWB/status/1542814601724588033?t=wm6zrWOPzSaBxzXWmz5w4w&s=19
দুর্ঘটনার পর পলাতক ট্রাকটির চালক। তবে ট্রাকটি আটক করা হয়েছে। শুক্রবার দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী তমলুকে যাচ্ছিলেন। সেখানে রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু পথে কনভয়ে দুর্ঘটনা ঘটে।
Comments are closed.