নতুন রাজ্যপাল জগদীপ ধানকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রায় এক ঘণ্টা কথা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধানকর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বেলা ১২ টা নাগাদ রাজভবনে ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়। রাজভবনে এক ঘণ্টারও বেশি সময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধানকরের সঙ্গে মুখ্যমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ সারেন।

জগদীপ ধানকরের আগে রাজ্যের রাজ্যপাল পদে ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। নিজের সময়কালে বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে এসেছে। কিন্তু মেয়াদ শেষে তিনি বেনজিরভাবে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের অভিযোগ করেন কেশরীনাথ ত্রিপাঠী। তিনি শুরু থেকেই বিজেপিকে খুশি করার চেষ্টায় মগ্ন ছিলেন বলে পাল্টা আক্রমণ শানানো হয় রাজ্যের শাসক দল তৃণমূলের তরফেও। রাজ্যপালের মেয়াদ শেষের পর এভাবে রাজ্য এবং মুখ্যমন্ত্রীর সমালোচনার নজির বিশেষ নেই। কেশরীনাথ ত্রিপাঠীর পর রাজ্যের নতুন রাজ্যপাল হন জগদীপ ধানকর। স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে এই খবর দেওয়ার আগেই মুখ্যমন্ত্রী নিজে ফোন করে নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানান। সম্প্রতি রাজ্যপালের দায়িত্বভার নিয়েছেন জগদীপ ধানকর। তবে শুক্রবার দু’জনের মধ্যে ঠিক কী আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়। রাজভবন সূত্রে খবর, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় হয়নি। অন্যদিকে নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নতুন রাজ্যপালের সঙ্গে দেখা করে সৌজন্য বিনিময় করেছেন, কোনও রাজনৈতিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়নি।

Comments are closed.