রাজীব ব্যানার্জির বিরুদ্ধে তদন্তের দাবি মন্ত্রীদের, সম্মতি মুখ্যমন্ত্রীর
খুব শীঘ্রই বন সহায়ক নিয়োগ নিয়ে তদন্ত শুরু হবে
দু’দিন আগেই প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বন সহায়ক পদে নিয়োগ নিয়ে দুর্নীতির কথা। নাম না করে নিশানা করেছিলেন দলত্যাগী নেতা ও প্রাক্তন বনমন্ত্রী রাজীব ব্যানার্জিকে। এবার এই ইস্যুতে নির্দিষ্ট তদন্তের দাবি তুললেন মন্ত্রীরা।
শুক্রবার বাজেট অধিবেশনের আগে বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানে ফিরহাদ হাকিম সহ একাধিক মন্ত্রী বলেন, বন সহায়ক নিয়োগ নিয়ে তদন্ত হওয়া উচিত। তাতে সায় দেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, খুব শীঘ্রই বন সহায়ক নিয়োগ নিয়ে তদন্ত শুরু হবে।