বিনিয়োগ টানতে মরিয়া রাজ্য; নজরে মুখ্যমন্ত্রীর শিল্প-বৈঠক 

বিনিয়োগ টানতে একগুচ্ছ নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শিল্প নীতিতেও একাধিক বদল আনা হয়েছে। এর মধ্যেই বুধবার নবান্নের সভাঘরে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠক শুরু হতে চলছে। নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ঠ দফতরের আধিকারিকদের পাশাপাশি বণিক সভার সদস্যরাও উপস্থিত থাকবেন বুধবারের বৈঠক। জানা গিয়েছে, বেশ কয়েকজন শিল্পপতিও এদিনের বৈঠকে থাকবেন। যার জেরে স্বাভাবিক কারণেই নজরে রয়েছে বুধবারের শিল্প বৈঠক। 

এদিন বেলা সাড়ে তিনটে থেকে বৈঠক শুরু হওয়ার কথা। শিল্প দফতর সূত্রে খবর, এদিনের বৈঠকে শিল্প দফতরের প্রতিটি ক্ষেত্র নিয়ে এক প্রকার পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে উপস্থিত শিল্পপতিদের সঙ্গেও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনে বেশ কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগ এসেছে। সেই কাজ কতটা এগিয়েছে তারও খোঁজ খবর নেবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এদিনের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।  

Comments are closed.