এখন কথায় কথায় ৩-৪ হাজার চাকরি যাচ্ছে, হঠাৎ চাকরি গেলে ছেলেমেয়েগুলো খাবে কী: মমতা 

নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টের নির্দেশে কার্যত রোজ একাধিক জনের চাকরি যাচ্ছে। সম্প্রতি হাই কোর্টের নির্দেশে গ্রুপ সি’তেও চাকরি গিয়েছে অনেকের। এ অবস্থায় আলিপুর কোর্টের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে চাকরি যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর কথায়, অনেকেই চাকরি করে পরিবারের পাশে দাঁড়াচ্ছে। হঠাৎ চাকরি গেলে তাঁরা খাবে কী?

এদিন প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির একটি রায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, অশোক গাঙ্গুলির একটা রায় দেখছিলাম। উনি কোথাও চাকরি খাওয়ার কথা বলেননি। বলেছিলেন, যদি ভুল হয়ে থাকে সংশোধন করে নাও। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, এখন দেখছি কথায় কথায় ৩ হাজার ৪ হাজার জনের চাকরি চলে যাচ্ছে। বলেন, যাঁরা অন্যায় করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু তার শিকার যেন ছেলেমেয়েগুলো না হয়। আইন অনুযায়ী চাকরি ফিরিয়ে দিন, চাকরি হারাদের আবার সুযোগ দেওয়া হোক। চাকরি হারিয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বলেও বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.