দীঘাতেও পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির; এপ্রিলেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী!

২০১৯ সালে দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীঘার কনভেনশন সেন্টার উদ্বোধন করতে গিয়েই জানিয়েছিলেন, পুরীর মতো দীঘাতেও জগন্নাথ মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের। নবান্ন সূত্রে খবর, ২০২২ সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয়, এক বছরের মধ্যেই তা সম্পূর্ণ হয়েছে। এপ্রিলেই সেই মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 

এপ্রিলের ৩ থেকে ৬ তারিখের মধ্যে পূর্ব মেদিনীপুর সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সেই সময় দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে পারেন। তার সঙ্গে জেলার প্রশাসনিক বৈঠক এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও অংশ নেবেন মমতা ব্যানার্জি। 

সম্প্রতি পুরী সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেও রাজ্য সরকারের গেস্ট হাউসের জন্য জমি পরিদশর্ন করে এসেছিলেন। জগন্নাথ মন্দিরে পুজোও দেন। প্রশাসনিক মহলে দাবি, পুরীর ধাঁচে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হলে, তা পর্যটকদের কাছেও বাড়তি আকর্ষণের হবে। সব মিলিয়ে এখন মন্দির উদ্বোধনের অপেক্ষায় দীঘার বাসিন্দারা।   

Comments are closed.