পুজো নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

উৎসবের মরশুমে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগামী মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।পুজোর আগে রাজ্যে শান্তি বিঘ্নিত করার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই রাজ‍্য পুলিশের ডিজি বীরেন্দ্র বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সঙ্গে পুজোর নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন। পুজোর সময় আগাম সতর্কতা অবলম্বন করার জন্য মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রীকে নিয়ে বৈঠক বসবেন। পুজোর সময় যাতে কোনও রকমের গন্ডগোল না হয় তার জন্য সব মন্ত্রীদের নিজের নিজের বিধানসভা কেন্দ্রে থাকার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে তার জন্য সবাইকে মিলেমিশে কাজ করার নির্দেশ দিতে পারেন বলে নবান্ন সূত্রের খবর। এছাড়া ২০১৯ এর নির্বাচনের আগে দলীয়ভাবে রাজনৈতিক প্রচার যাতে এখন থেকে জনসংযোগের মাধ্যমে করা যায় তার রণকৌশলও ঠিক করে দিতে পারেন তিনি।পাশাপাশি পুজোর আগে কোনও জায়গায় যেন কোনও কাজ বাকি না থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেবেন তিনি।

Comments are closed.