১০৮ পুরসভায় নির্বিঘ্নে ভোট করতে সিনিয়র স্পেশাল অবসার্ভার নিয়োগ কমিশনের 

২৭ ফেব্রুয়ারি রাজ্যে বকেয়া ১০৮ টি পুরসভায় ভোট। শুক্রবার বিকেল পাঁচটায় শেষ হয়েছে ভোট প্রচার। আর এদিন পুরভোটের নিরাপত্তা নিয়ে বিশেষ পদক্ষেপ নিল রাজ্য নির্বাচন কমিশন। 

কমিশন জানিয়েছে, কয়েক ধাপে অবসার্ভার নিয়োগ করা হবে। সূত্রের খবর, ১০৮ টি পুরসভার জন্য ১০ জন আইএএস অফিসারকে সিনিয়র স্পেশাল অবসার্ভার হিসেবে নিযুক্ত করা হচ্ছে। এছাড়াও ১৬ জন স্পেশাল অবসার্ভর নিয়োগ করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে ১০৮ টি পুরসভার জন্যই ১০৮ টি অবসার্ভার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আরও জানা গিয়েছে, শনিবারই দায়িত্বে থাকা সিনিয়র স্পেশাল অবসার্ভাররা নিজের জায়গার দায়িত্ব নেবে।

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে যায় রাজ্য বিজেপি। শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। 

উল্লেখ, তার আগে একই দাবিতে হাইকোর্টে মামলা করে রাজ্য বিজেপি। হাইকোর্ট জানায়,পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্ব কমিশনের বলে মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি। 

Comments are closed.