রাজ্যে এই প্রথম শিল্পমেলা, থাকবেন ১২ টি দেশের প্রতিনিধিরা 

তৃতীয় বার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন তাঁর সরকারের লক্ষ্য শিল্পে পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়া। সেই উদ্দেশ্যে রাজ্যের তরফে একাধিক পদক্ষেপও নেওয়া হচ্ছে। যারই অন্যতম শিল্প মেলা। জানা গিয়েছে, আগামী ২০ এপ্রিল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের উদ্বোধনের দিন থেকেই সায়েন্স সিটি’তে বসতে চলেছে শিল্প মেলা। ৫ দিন ধরে এই মেলা চলবে। 

কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মেলায় হবে বলে খবর। জানা গিয়েছে, ৫ দিন ধরে চলা এই মেলায় মোট ১২ টি দেশের প্রতিনিধি এবং ৭০০ টিরও বেশি সংস্থার স্টল থাকবে। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের সঙ্গে এই মেলা একই সঙ্গে অনুষ্ঠিত হওয়ায় বাড়তি অনেক সুবিধা মিলবে বলে আশাবাদী রাজ্য সরকার। 

কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, বিদেশের কোম্পানির পাশপাশি দেশের বিভিন্ন রাজ্যেরও প্রতিনিধিরাও এই মেলায় থাকবে। মেলায় মোট ১৫ টি প্যাভিলিয়ন থাকছে। যেখানে বৈদ্যুতিন গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, পেট্রোক্যামিক্যাল, প্লাস্টিক, সোলার সহ একাধিক শিল্প সংস্থা থাকছে। 

Comments are closed.