উচ্চমাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাযর ফল। শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, সফল পরীক্ষার্থীদের অভিনন্দন। জেলার পরীক্ষার্থীরা ভালো পারফর্ম করেছে। অন্যদিকে শহরের পড়ুয়ারা আমাদের গর্বিত করেছে।

এদিন আরেকটি টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, সব অভিভাবক, শিক্ষক, বিদ্যালয়কে ধন্যবাদ। সংসদ দ্রুত ফলাফল ঘোষণা করেছে। আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। যাঁদের আশানুরূপ ফল হয়নি, তাঁদের ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করতে হবে। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০ এ আছেন ২৭২ জন। তাঁদের মধ্যে ছাত্র ১৪৪ জন, ছাত্রী ১২৮ জন।

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬. ৯৮ শতাংশ। ৪৯৮ পেয়ে প্রথম হয়েছে কোচবিহারের অদিশা দেবশর্মা । দ্বিতীয় হয়েছে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭  ও ৪৯৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে আছে ৩ জন পড়ুয়া।

Comments are closed.