Corona Second Wave: বড় সভা বন্ধ, কমলো বক্তৃতার সময়, প্রচারে রাশ মমতার

প্রচারের শেষ দিন অর্থাৎ ২৬ তারিখ প্রতীকি সভা করবেন তৃণমূল নেত্রী

কলকাতার বুকে আর কোনও বড় সভা নয়। রাজ্যে করোনার ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজের নির্বাচনী কর্মসূচিতে নিয়ন্ত্রণ টানলেন মমতা ব্যানার্জি। প্রচারের শেষ দিন অর্থাৎ ২৬ তারিখ প্রতীকি সভা করবেন তৃণমূল নেত্রী।

এখনও বাকি তিন দফার ভোট। যার মধ্যে কলকাতায় রয়েছে দু’দফার ভোট। কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে ভোট প্রচারে রাশ টেনে তৃণমূল নেত্রী জানালেন, কলকাতায় আর কোনও বড় সভা বা মিছিল নয়। এছাড়াও জেলাগুলিতে নিজের বক্তৃতা তিনি ১৫-২০ মিনিটের মধ্যে সীমিত রাখবেন বলে জানিয়েছেন। যাতে বেশিক্ষণ এক জায়গায় জমায়েত না হয়।

পঞ্চম দফার ভোটের আগে নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল। সেখানে তৃণমূলের তরফ থেকে আর্জি ছিল, বাকি তিন দফার ভোট যাতে এক দিনে করান হয়। কমিশন প্রস্তাব খারিজ করে দেয়।

অন্যদিকে পালা করে বাংলায় সভা করতে আসছেন বিজেপির তাবড় নেতারা। মমতার অভিযোগ, রাজ্যে নিয়মিত প্রচারে আসায় তাঁদের সভাগুলির বন্দোবস্ত করছে বাইরের রাজ্যের লোক। এর ফলেই রাজ্যে করোনার সংক্রমণ দ্বিগুণ আকার নিয়েছে।

করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাহুল গান্ধী সিদ্ধান্ত নিয়েছেন, বাংলায় আর কোনও জনসভা করবেন না।

Comments are closed.