ফুটপাথের দোকান সামলিয়ে পুরভোটে সিপিএম প্রার্থী MA পাশ সুজাতা

ফুটপাথের দোকান সামলিয়ে পুরভোটে সিপিএম প্রার্থী হয়েছেন সুজাতা দাস।অশোকনগর কল্যাণগড় পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থী তিনি।
অশোকনগর গোলবাজারে ফুটপাতের পাশে অস্থায়ী ভারাইটিস দোকান চালান তিনি। দোকান চালিয়ে সংসার চালান সুজাতা।

দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে। বাবা, মাকে নিয়ে বছর তেত্রিশের অবিবাহিত তরুনী সুজাতা দাস ফুটপাতের পাশে একটি অস্থায়ী দোকান সামলান। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে বাংলায় এমএ পাশ করে বিএড করেছেন সুজাতা। কিন্তু পাননি কোনও চাকরি। তাই ভরসা ফুটপাথের দোকানেই।

জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। কাজের মধ্যে থাকতে খুব ভালোবাসি। বাড়ির কাজ, বাইরের কাজ সামলিয়ে রাজনীতি করি। এই প্রথম বার প্রার্থী হয়েছি। সব সময় হাসিখুশি মুখ নিয়ে নিজের দোকান ও প্রচারের কাজ সারছেন তিনি। লাল সালোয়ার আর মাথায় লাল কাস্তে হাতুড়ির চিহ্ন দেওয়া টুপি পড়ে প্রচার সারছেন সুজাতা দাস। তবে ভোটের ময়দানে জয় আসবে কিনা তা বলবে সময়।

Comments are closed.