প্রচারে বেরিয়ে আক্রান্ত দুই সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এবং ফুয়াদ হালিম, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভোটের দু’দিন আগে থেকেই রাজ্যে চড়তে শুরু করল উত্তেজনার পারদ।
নির্বাচনী প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন আসানসোল এবং ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এবং ফুয়াদ হালিম। মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়েছিলেন পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বারাবনির মদনপুরের কাছে তাঁর গাড়ি ঘিরে হামলা চালায় কয়েকজন যুবক। তাঁকে মাটিতে ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। জখম অবস্থায় গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কে উদ্ধার করে সিপিএমের কর্মীরা তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে প্রতিবাদ শুরু করেন বাম সমর্থকেরা।
অন্যদিকে, এদিন দুপুরে ডায়মন্ড হারবারের ফলতায় প্রচারে গিয়ে আক্রান্ত হন সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। তিনি কিছু কর্মী, সমর্থককে সঙ্গে নিয়ে প্রচারে গেলে সেখানে গ্রামে ঢুকতে বাধা দেয় স্থানীয় যুবকরা। সিপিএমের অভিযোগ, তৃণমূলের লোকজন প্রচারে বাধা দেয়। শুধু তাই নয়, তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ।

Comments are closed.