পৌষ সংক্রান্তিতে কুমির, কচ্ছপের পুজো হয় এই গ্রামে

বাস্তুতন্ত্র রক্ষার উদ্দেশ্যে প্রথা মেনে কুমির পুজো। মাটির কুমির বানিয়ে পুজো করা হয়। প্রতি বছর পৌষ মাসের অমাবস্যায় কুমির পুজোর উৎসব ‘মানজেম থাপনি’ পালন করা হয় শান্তিপুর বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ নগর মধ্যমপাড়া জোড়াপুকুর এলাকায়।

মন্ত্র উচ্চারণ করে, কুম্ভারজুয়া খালে নতুন ফসল, মাছ, মুরগি ও মুরগির ডিম উৎসর্গ করা হয় কুমির দেবতার জন্য। জ্যান্ত কুমির পুজো করা সম্ভব নয়, তাই মাটির কুমির বানিয়ে পুজো করা হয়। গ্রামবাসীরা বিগত ৩৫ থেকে ৪০ বছর ধরে এই পুজো করছেন। ঠাকুরকে দেওয়া হয় খিচুড়ি, বাঁধাকপির তরকারি দেওয়া হয়। এরপর গ্রামের লোকরা সবাই মিলে প্রসাদ গ্ৰহণ করে।

Comments are closed.