নেতাজির জন্ম বার্ষিকী থেকেই শুরু হচ্ছে প্রজাতন্ত্র দিবসের উদযাপন, নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্রের মোদী সরকার

এবার থেকে ২৩ জানুয়ারি থেকে শুরু হবে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস উদযাপন। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। এতদিন ২৪ জানুয়ারি রাত থেকে শুরু হত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান।

কেন্দ্রীয় সরকারি সূত্রে জানা গিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে মর্যাদা দিতে ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের সামনে ভারতের সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরতে সাধারণতন্ত্রের মতো দেশের বিশেষ দিনগুলি উদযাপনে জোর দিচ্ছে মোদী সরকার। সেইমত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলতে ওই দিন থেকে শুরু হবে সাধারণতন্ত্র দিবসের উদযাপন।

এর আগে নেতাজির জন্মবার্ষিকীকে পরক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিলেন মোদী।

Comments are closed.