আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে ৪৯০ কিমি দূরে ঘূর্ণিঝড় বুলবুল, ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার

ঘন্টায় ১২ কিলোমিটার গতিতে পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের সুন্দরবন এলাকার খেপুপাড়ার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ আবহাওয়া দফতরের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে ওড়িশার পারাদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সাগর থেকে ৪৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে বুলবুল। প্রতি মুহূর্তেই শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় এগোচ্ছে বঙ্গোপসাগরীয় উপকূলের দিকে। এদিন ভোর সাড়ে ৫ টার বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে ৫৩০ কিলোমিটার দূরে ছিল বুলবুল।
বুলবুলের প্রভাবে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার বিকেলের পর মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হবে। শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, যে গতিতে বুলবুল এগোচ্ছে তাতে শনিবার সন্ধের পর থেকে রবিবার ভোররাতের মধ্যে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আছড়ে পড়তে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার।

Comments are closed.