ঘূর্ণীঝড় ফণী: কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রভাব থাকবে রবিবার বিকেল পর্যন্ত, ব্যাহত বিমান-ট্রেন পরিষেবা

শুক্রবার সকাল ৯ টা নাগাদ ১৯০ কিলোমিটার বেগে ওড়িশা উপকূলে ঝাঁপিয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। যার প্রভাব পড়েছে এ রাজ্যেও। আগামী দু’দিন রাজ্যের মানুষকে বিশেষ সতর্ক থাকতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৪৮ ঘণ্টা সমস্ত নির্বাচনী কর্মসূচি স্থগিত রেখে, খড়গপুর থেকে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার বিকেল থেকেই ঝড়ের বেগ বাড়বে দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও, কলকাতা, হুগলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ফণীর প্রভাব পড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার দুপুর থেকে শনিবার সন্ধ্যে ৬ টা পর্যন্ত কলকাতা বিমান বন্দর থেকে সব উড়ান পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে খবর। বিপর্যস্ত ট্রেন চলাচল। বাতিল শতাধিক ট্রেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ২৪ ঘন্টা নবান্নে খোলা রয়েছে কন্ট্রোল রুম। এদিকে খবর পাওয়া যাচ্ছে ওড়িশার কেন্দ্রাপাড়ার আশ্রয় কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার।

Comments are closed.