উন্নয়ন পর্ষদের দায়িত্বে মুখ্যসচিব, দিঘা বাঁচাতে আলাপনে ভরসা মমতার

বৈঠক শেষ করে আলাপণ ব্যানার্জিকে সঙ্গে নিয়ে দিঘা উপকূলে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন

দিঘার প্রতি তাঁর যেন আলাদাই ভালবাসা। তাই সরকার গঠনের পর দিঘাকে পর্যটক আকর্ষণে নতুন রূপে তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু যশের দাপটে সেই রূপসী দিঘার আজ লণ্ডভণ্ড অবস্থা। উত্তাল সমুদ্রের ঢেউয়ের আঘাতে ভেঙেছে দেওয়াল, কোথাও উপড়ে এসেছে রাস্তার টাইলস, তছনছ হয়ে গেছে একাধিক দোকান, ধ্বংসস্তূপে পরিণত মুখ্যমন্ত্রীর সাধের দিঘা বিশ্ব বাংলা গেট!

যার প্রতি এত ভালবাসা তাকে অবহেলা নয়! তাই দুর্যোগ কাটতেই যশ পরবর্তী দিঘাকে নিয়ে পর্যালোচনা করতে আকাশ পথে নয়, একেবারে পায়ে হেঁটে পরিদর্শন করলেন মমতা ব্যানার্জি। কথা বললেন ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।

শুক্রবার ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে একটি বৈঠক ছিল দিঘায়। বৈঠক শেষে সিদ্ধান্ত নেন, দ্রুত দিঘাকে সচল করে তুলতে হবে। তার জন্য নিতে হবে নয়া উদ্যোগ।

আগের মতো দিঘাকে পর্যটক মুখর করে তোলার জন্য দিঘা উন্নয়ন পর্ষদের ভার দিলেন মুখ্যসচিব আলাপন ব্যানার্জিকে। আপাতত দিঘাকে পুরনো রূপে ফেরাতে আলাপন ব্যানার্জির নেতৃত্বে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে।

বুধবারই সাংবাদিকে বৈঠকে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, ২৮ মে যশ কবলিত এলাকা পরিদর্শনে যাবেন। সেই মতো প্রথমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে আকাশপথে যান কলাইকুন্ডা। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বল্প সময়ের জন্য বাংলার ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করেন। এরপরই দিঘার উদ্দেশে পাড়ি দেন মমতা।

দিঘায় পৌঁছে প্রশাসনিক ক্ষয়ক্ষতির নিয়ে বৈঠক করেন। কথা বলেন ব্লক আধিকারিকদের সঙ্গে। বৈঠক শেষ করে আলাপণ ব্যানার্জিকে সঙ্গে নিয়ে দিঘা উপকূলে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।

Comments are closed.