গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত্যু বাংলার বাসিন্দার, শোকস্তব্ধ পরিবার

গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার এক বাসিন্দার। মৃতের নাম হাবিবুল শেখ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল শেখ গুজরাতের মোরবিতে সোনার দোকানে কাজ করতেন। রবিবার রাতে তিনি বন্ধুদের সঙ্গে ওই ঝুলন্ত সেতুতে ঘুরতে গিয়েছিলেন। সেইসময় দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। রাতেই বর্ধমানের বাড়িতে ফোন করে দুর্ঘটনার খবর জানানো হয়।

জানা গিয়েছে, কয়েকমাস আগে সোনার দোকানে কাজ নিয়ে গুজরাতে গিয়েছিলেন তিনি। সেখানে কাজ করেন হাবিবুলের কাকা। কাকার কাছে থেকেই কাজ করতেন তিনি। তাঁর দেহ আমদাবাদে আনা হচ্ছে। আহমেদাবাদ থেকে বিমানে দেহ আনা হবে বাংলায়। উল্লেখ্য, রবিবার রাতে মোরবিতে মচ্ছু নদীর ওপর হঠাৎ ভেঙে পড়ে ঝুলন্ত সেতু। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪৩ জনের। নিখোঁজ রয়েছেন আরও অনেক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় মৃতদের পরিবারের জন্য গুজরাত সরকার ৪ লক্ষ টাকা করে ক্ষতিপুরণের ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ দেওয়া হবে।

জানা গিয়েছে, ওই ঝুলন্ত সেতুটি দীর্ঘ ৭ মাস বন্ধ ছিল। রক্ষণাবেক্ষণ করার পর খুলেছিল ব্রিজ। ৬ দিন আগেই খুলে দেওয়া হয়েছিল ব্রিজ। আর এরপরেই এই দুর্ঘটনা। সেতু ভেঙে পড়ার পর বিরোধিদের কোপের মুখে পড়েছে গুজরাতের বিজেপি সরকার। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে, রবিবার ওই ঝুলন্ত সেতুতে প্রচুর ভিড় ছিল। ব্রিজ ভেঙে পড়ার আগে সেতুর দুদিকে লাথি মারতে দেখা যাও অনেককে। হাত দিয়ে ধাক্কা মারতে দেখা যায় অনেককে।

Comments are closed.