ব্লু টিকের জন্য প্রতিমাসে গুনতে হবে টাকা; ট্যুইটার কিনেই নিয়ম বদলের পথে মাস্ক 

ব্লু টিক প্রফাইলের ট্যুইটার ব্যবহারকারীদের এবার থেকে প্রতি বসে বাড়তি টাকা গুনতে হতে পারে। এলন মাস্ক ট্যুইটারের মালিক হওয়ার পরেই ব্লু টিক নিয়ে নিয়মের বড়সড় পরিবর্তন হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। 

এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তর খোদ মাস্ক জানিয়েছেন, ট্যুইটারে ভেরিফিকেশন পদ্ধতিকে ঢেলে সাজানো হচ্ছে। এরপরেই এক সংবাদমাধ্যাম থেকে জানা গিয়েছে, ট্যুইটারের যারা ‘ব্লু মেম্বার’ অর্থাৎ যাঁদের সাবস্ক্রিপশন রয়েছে, শুধু মাত্র তাঁরাই নামের শেষে ব্লু টিক ব্যবহার করতে পারবেন। সাবস্ক্রিপশন ছাড়া আর ব্লু টিক ব্যবহার করা যাবে না। তবে এও জানা গিয়েছে, সাবস্ক্রিপশনের জন্য নতুন করে কেউ আবেদন করতে পারেন। 

মাসে মাসে সাবস্ক্রিপশনের খরচও বাড়তে চলেছে বলে খবর। সাবস্ক্রিপশনের খরচ বেড়ে হতে পারে ১৯.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৬০০ টাকা। এখনও যাঁদের সাবস্ক্রিপশন করা নেই, তাঁরা ব্লু টিক ধরে রাখতে ৯০ দিন সময় পাবেন বলে ট্যুইটারের তরফে বলা হয়েছে। যে সকল ব্যবহারকারীর ফলোয়ার্স সংখ্যা বেশি, তাঁরা ব্লু টিকের জন্য নতুন করে আবেদন করতে পারেন। ট্যুইটারের তরফে সব কিছু যাচাই করে আবেদন মঞ্জুর করা হবে। 

Comments are closed.