জেনেটিক্সে স্নাতকোত্তর ক্রিকেট ভক্ত দেবাঞ্জনের প্রতারণার কারবারের নেপথ্যে কী?

কসবা থেকে গ্রেফতার হয়েছে ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেব। নিজের ভুয়ো পরিচয় দিয়ে সে কসবা এলাকায় চালিয়েছিল ভ্যাকসিনেশন ক্যাম্প। সেই ক্যাম্পে আমন্ত্রিত ছিলেন অভিনেতা তথা সাংসদ মিমি চক্রবর্তী। কিন্তু কে এই দেবাঞ্জন দেব? কি বা তাঁর আসল পরিচয়?

জানা গেছে মাদুরদহের বাসিন্দা দেবাঞ্জনের বাবা ছিলেন ডেপুটি এক্সাইজ কালেক্টর। ২০১২ সালে অবসর নেন তিনি। ছোট থেকে IAS হওয়ার স্বপ্ন ছিল দেবাঞ্জনের। কিন্তু IAS পরীক্ষায় সফল হতে পারেনি সে।

পুলিশ জানিয়েছে, দেবাঞ্জন পড়াশোনায় ভালো ছিল। জেনেটিক্সে এমএসসি করে সে। কলকাতার প্রথম শ্রেণির ক্লাবে ক্রিকেট খেলত। কিন্তু IAS হতে না পেরে সে নিজের ভুয়ো পরিচয় তৈরী করে। বাবার কাছেই গাড়ি নিয়ে সেখানে স্টিকার ও নীল বাতি লাগায়। নিজেকে উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলে তুলে ধরতে ভুয়ো পরিচয় পত্র তৈরী করে দেবাঞ্জন। কসবা রাজডাঙ্গায় কলকাতা পুরসভার নামে একটি অফিসও খুলে বসে।

কলকাতা পুরসভার জাল নথি ব্যবহার করে স্বাস্থ্যভবনে চিঠি লিখে ভ্যাকসিনের আবেদন করে। এর পেছনে কলকাতা পুরসভার কেউ জড়িত আছে কিনা তদন্ত শুরু করেছে পুলিশ। ফিরহাদ হাকিম জানিয়েছেন ঘটনায় কেউ জড়িত থাকলে ছাড়া পাবে না।

পুলিশ সূত্রে খবর, জেরায় দেবাঞ্জন জানিয়েছে বাগরি মার্কেট থেকে ভ্যাকসিন কিনে ক্যাম্প করেছিল সে।

নিজেকে IAS ছাড়াও কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দিত দেবাঞ্জন।

Comments are closed.