স্বরাষ্ট্র দফতরকে চিঠি দিয়ে রাজ্যের নিরাপত্তা ছাড়লেন দিলীপ ঘোষ 

রাজ্য সরকারের নিরপত্তা ফেরালেন দিলীপ ঘোষ। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি এতদিন রাজ্য সরকারের নিরপত্তা পেতেন। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরকে চিঠি লিখে তিনি নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার আবেদন করেন।

বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরে তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়। রাজ্য পুলিশের একজন সশস্ত্র পুলিশকর্মী সর্বক্ষণ তাঁর সঙ্গে থাকতেন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সঙ্গে রাজ্যেরও ওই নিরপত্তা পেতেন তিনি। দিলীপ ঘোষ এখন কেন্দ্রীয় নেতৃত্ব। যেহেতু খাতায় কলমে এখন আর তিনি রাজ্যের নেতা নন, তাই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আগের মতোই কেন্দ্রের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। সর্বক্ষণ তাঁকে ঘিরে থাকবে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 

এদিকে নতুন রাজ্য সভাপতি হওয়ার পরে কেন্দ্রের তরফে নিরপত্তা বাড়ানো হয়েছে সুকান্ত মজুমদারের। সম্প্রতি তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। নয়া রাজ্য সভাপতির নিরপত্তায় ৩৫ জন সিআইএসএফ জওয়ান মোতায়েন থাকবেন সর্বক্ষণ। 

Comments are closed.