শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে মেলেনি রক্তদান শিবিরের অনুমতি, হাজরায় দিলীপ ঘোষের ধরনা

শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে রক্তদান শিবিরের আয়োজন করতে চেয়েছিল বিজেপি। কিন্তু অনুমতি দেয়নি প্রশাসন। তৃণমূলের কারসাজিতেই এই অনুমতি পাওয়া যায়নি, অভিযোগ তুলে হাজরা পার্কে ধরনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক কর্মীসমর্থক।

গেরুয়া শিবিরের অভিযোগ, সংকীর্ণ রাজনীতি করেছে তৃণমূল। তাঁদের দাবি, করোনা পরিস্থিতিতে বহু হাসপাতালগুলিতে রক্তসংকট দেখা দিয়েছে। কোভিদের সময় জমায়েত এড়াতে হচ্ছে না রক্তদান শিবির।

তাই প্রতি বছরের মতো শ্যামাপ্ৰসাদ মুখার্জির প্রয়াণ দিবসকে মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করার কথা চিন্তা করেছিল বিজেপি। যা বিগত ৪২ বছর ধরে চলে আসছে। কিন্তু এই বছর প্রশাসন অনুমতি দেয়নি।

যদিও বিজেপির তরফে জানানো হয়েছে, শুধুমাত্র রক্তদান শিবিরের অনুমতি না পাওয়ায় জন্যই নয়, আরও কয়েকটি ইস্যুকে মাথায় রাখা হয়েছে এই ধরনা কর্মসূচিতে।

এরাগেও ভোট পরবর্তী হিংসা নিয়ে রাস্তায় নামার ডাক দিয়েছিল বিজেপি। যা নিয়ে এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। যদিও এদিনের ধরনা কর্মসূচি নিয়ে মুখ খোলেনি তৃণমূল।

Comments are closed.