টিকার সার্টিফিকেটে ভুল? জেনে নিন কো উইনে কীভাবে করবেন এডিট

করোনার তৃতীয় ঢেউ রুখতে একমাত্র ভরসা ভ্যাকসিন। দেশজুড়ে শুরু হয়েছে ১৮ ঊর্দ্ধদের বিনামূল্যে ভ্যাকসিনেশন। ভ্যাকসিন নেওয়ার পরেই দেওয়া হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট।
ঘুরতে ছাড়পত্র ছাড়াও এখন প্রায় সবক্ষেত্রেই বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট।

অনেকক্ষেত্রে সেই সার্টিফিকেটে থাকছে অসংখ্য ভুল। এবার কো উইন পোর্টালের মাধ্যমেই শুধরে নেওয়া যাবে সেইসব ভুল। আর সেই কাজটি আপনি নিজেই করে নিতে পারবেন। তবে আপনি একেবারই সংশোধন করতে পারবেন।

আরোগ্য সেতুর পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, এবার থেকে নাম, বয়স, লিঙ্গ এমনকি ফটো আইডি, সবটাই শুধরে নেওয়া যাবে।

কিন্তু কীভাবে করবেন এই সংশোধন?

আপনাকে যেতে হবে কো উইন আপে নিজের মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে।

এরপর সেখানে দেখা যাবে Raise an Issue নামে একটি অপশন। সেখানে ক্লিক করতে হবে।

এরপর Correction in Certificate অথবা শংসাপত্রের সংশোধন অপশনে ক্লিক করতে হবে। এরপর যা যা সংশোধন করা দরকার, করা হলেই Submit করে দিন।

এমনকি আপনি ভ্যাকসিনেশন সার্টিফিকেট অরিজিনাল কিনা তা যাচাই করতে পারবেন কো উইনের মাধ্যমে। সেইক্ষেত্রে আপনাকে এই সাইটের Scan QR code অপশনে যেতে হবে। এরপর আপনার ফোনের ক্যামেরা অন করতে হবে। ক্যামেরার মাধ্যমে QR কোড দিয়ে আপনি জানতে পেরে যাবেন আপনার ভ্যাকসিনেশন সার্টিফিকেট অরিজিনাল কিনা।

Comments are closed.