ফের প্রকাশ্যে দিলীপ-শুভেন্দু দ্বন্দ্ব? প্রাক্তন রাজ্য সভাপতির আপ্ত সহায়কের ফেসবুক পোস্ট ঘিরে শুরু জল্পনা 

রাজ্য বিজেপির অন্দরে কান পাতলেই গোষ্ঠী দ্বন্দ্বের জল্পনা শোনা যাচ্ছে। মূলত দিলীপ ঘোষ শিবিরের সঙ্গে নাকি শুভেন্দু-সুকান্ত শিবিরের নানান বিষয় নিয়ে তরজা শুরু হয়েছে। সম্প্রতি নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে যা তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে দলের সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের আপ্ত সহায়কের  একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে ফের নানান আলোচনা শুরু হয়েছে। 

মঙ্গলবার রাতে দেব সাহা একটি ফেসবুক পোস্টে লেখেন, “ কেউ কি একটু বোঝাবে, এই সনাতনী হিন্দুটা কী? লাস্ট ছয় মাস থেকে শুনছি! প্রায় একশো বছর আগে এরকমটা শোনা যেত।” রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, প্রাক্তন রাজ্য সভাপতির আপ্ত সহায়ক এই পোস্টের মাধ্যমে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই খোঁচা দিয়েছেন। তাঁদের ব্যাখ্যা, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে নন্দীগ্রামের বিধায়ক নিজেকে সনাতনী হিন্দু বলে দাবি করেছেন। সেই দিক থেকে দেব তাঁর ফেসবুক পোস্টে বিরোধী দলনেতাকেই কটাক্ষ করেছেন। 

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, আপ্ত সহায়কের ফেসবুক পোস্ট নিয়ে দিলীপ ঘোষ কিছু জানেন না এটা হতে পারে না।যার জেরে ফেসবুক পোস্ট ঘিরে ফের একবার রাজ্য বিজেপির দুই নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ।  

Comments are closed.