শিশির অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন এমন খবর নেই, বলছেন দিলীপ ঘোষ

শিশির অধিকারী বিজেপিতে যোগ দেননি। দলকে সমর্থন করেছেন মাত্র। বলছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু শিশির অধিকারী নয়, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দেননি বলে দাবি দিলীপ ঘোষের।

শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি। পশ্চিবঙ্গে দলত্যাগী আইন কার্যকরী করার প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তৃণমূলের একাধিক নেতা কটাক্ষ করেছেন শিশির অধিকারীর প্রসঙ্গ টেনে। এই আবহে দিলীপ ঘোষের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

বিজেপির রাজ্য সভাপতির কথায়, শিশির অধিকারী, সৌমেন্দু অধিকারী দলে যোগ দিয়েছেন বলে আমার জানা নেই। তাঁরা আমাদের দলকে সমর্থন করেছেন মাত্র।

গত ২১ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন শিশির অধিকারী। তারও অনেক আগে দাদার হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান সৌমেন্দু অধিকারী। যোগদানের দিন শুভেন্দু অধিকারী বলেছিলেন একে একে তাঁর বাড়িতে বাকি পদ্মও ফুটবে। এখন দিলীপের মুখে অন্য কথা।

Comments are closed.