উত্তরপ্রদেশে বৃদ্ধের উপর অত্যাচারের ঘটনায় গ্রেফতার আরও ২

জোর করে এক মুসলিম বৃদ্ধের দাঁড়ি কেটে দেওয়া হচ্ছে। তাঁকে বলতে বাধ্য করা হচ্ছে, জয় শ্রীরাম ধ্বনি। দিন দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই দৃশ্য। এই ঘটনায় ফের গ্রেফতার করা হল ২ জনকে। ধৃতদের নাম আদিল এবং কললু। এই ঘটনায় রবিবার প্রভাস গুলজার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজিয়াবাদের বাসিন্দা আব্দুল সামাদ সাইফি নামে ওই প্রবীণের অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী তাঁকে জোর করে অটো রিকশা চালাতে বলেছিল। এরপর তাঁকে একটি জায়গায় নিয়ে গিয়ে মারধর করা হয় এবং জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। যদিও গাজিয়াবাদ পুলিশের দাবি, ওই প্রবীণ ব্যক্তি তাবিজ বিক্রি করছিল। যা কাজে আসেনি। তাই তাঁকে মারধর করা হয়।

এই ঘটনার জড়িত আছে আরও ২ জন। তাদের নাম পলি আর আরিফ। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। পুলিশের দাবি গাজিয়াবাদের লোনি গ্রামে তাবিজ বিক্রি করার জন্য বিখ্যাত সাইফি।

পরের একটি ফেসবুক লাইভ সাইফিকে বলতে শোনা গেছে, আমি অটো রিকশায় বসে যাচ্ছিলাম। হঠাৎ আমার পাশে বসে থাকা দুজন আমাকে অপহরণ করে জংগলে নিয়ে যায়। সেখানে আমাকে মারধর করার পর জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। অনেক কাকুতিমিনতি করেও লাভ হয়নি। জোর করে তার দাঁড়িও কেটে দেওয়া হয়। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে অত্যাচার। এই ভিডিও দেশে সাড়া ফেলে দিয়েছে।

Comments are closed.