ধরবেন না পদ্ম ফুল, সোনাগাছিতে নিজের রক্ত দিয়ে বাগদাবীর আরাধনা মদন মিত্রের

সোনাগাছিতে সরস্বতী পুজোর উদ্বোধনে রক্ত দিয়ে পুজো দিলেন মদন মিত্র। বৃহস্পতিবার সোনাগাছি যৌনপল্লির সরস্বতী পুজোর উদ্বোধনে এসেছিলেন কামারহাটির বিধায়ক।

সেখানে এসে পদ্মছাড়া পুজো করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে রক্ত টেনে সেই রক্ত ফুলের মধ্যে মাখিয়ে পুজো দিলেন তিনি।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পদ্ম সম্মানের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে পদ্মফুলকে ব্যান করেছিলেন মদন মিত্র। বেলঘড়িয়ার একই পুষ্প প্রদর্শনীতে গিয়ে মদন মিত্র একটি পদ্মফুল ছিড়ে ফেলে বলেছিলেন, টুকরো টুকরো করে ফেললাম পদ্মফুল। এখানে আর কোন ফুলের মেলায় পদ্মফুল থাকবে না। পদ্ম ফুলের পরিবর্তে জবা ফুল দিয়ে পুজো করা হবে। পদ্ম যেহেতু বিজেপির প্রতীক, তাই এই ফুল দিয়ে বাংলাকে অপমান করা হয়েছে।
তাই রক্ত দিয়ে পুজো দেন তিনি। জাতীয় ফুলকে অবমাননায় অভিযোগও দায়ের হয় মদন মিত্রের বিরুদ্ধে।

এদিন মদন মিত্র সোনাগাছিতে পাড়ায় শিক্ষালয় হলে তিনি সেখানে পড়াবেন।

Comments are closed.