রাজপথে ফিরছে দোতলা বাস, শহর দেখাতে বিশেষ উদ্যোগ পর্যটন দফতরের 

কলকাতায় ফিরছে দোতলা বাস। ডবল ডেকার চেপেই মিলবে শহর দেখার সুযোগ। উদ্যোগে রাজ্যের পর্যটন দফতর। জানা গিয়েছে, পুজোর আগেই কলকাতায় দোতলা বাস পরিষেবা শুরু হবে। 

মূলত কলকাতার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতেই পর্যটন দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাসগুলিতে চেপে কলকাতার নানান দর্শনীয় স্থান, যেমন ভিক্টরিয়া, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, ইকো পার্কের মতো দর্শনীয় স্থানগুলো এই বাসে চেপে ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা। কলকাতার পর্যটনের ইতিহাসে এটি একটি বাড়তি যোগ বলেই অনেকে মনে করেছেন। 

বহুদিন ধরেই  ফের একবার দোতলা বাস চালানো নিয়ে আলোচনা চলছিল। ২০২০ সালে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছিলেন। জানা গিয়েছিল, নিউ টাউনে এই বাস চলবে। তবে নানান কারণে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। তবে এবার পুজোর আগেই এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে খবর। 

Comments are closed.