শুক্রবার বিকেলে ময়দান এলাকার ইডেন গার্ডেন্সের সামনে থেকে এক বাংলাদেশিসহ মাদক পাচার চক্রের মোট ৬ সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এসটিএফ জানিয়েছে, ধৃতদের কাছে ২ হাজারেরও বেশি মাদক ট্যাবলেট উদ্ধার হয়েছে, যা ইয়াবি ড্রাগ নামে পরিচিত। মাদক বাজারে এই ট্যাবলেট ম্যাডনেস ড্রাগ বা ক্রেজি ড্রাগ নামেও পরিচিত। পুলিশ সূত্রের খবর, এই চক্রের অন্যতম পাণ্ডা মহম্মদ রাজু আহমেদ বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি মালদহ জেলায়, বাকি তিনজন কলকাতার।
Related Posts
Comments