তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ; দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস 

ফের নিম্নচাপের ভ্রূকুটি। যার জেরে বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রায় চলে যাওয়ার মুখে চেনা ছন্দে ফিরেছে বর্ষা। নিম্নচাপের জেরে গত কয়েকদিন জেলা জেলায় ভারী বৃষ্টি হয়েছে। সোমবার  বিকেল থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া। 

হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভবনা দেখা দিয়েছে। যার জেরে আগামী বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। সেই সঙ্গে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে। 

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি শুরু হলেও শুক্রবার তা বাড়বে বলে খবর। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হওয়াও বইতে পারে। 

Comments are closed.