রাজ্যে চালু হল ‘দুয়ারে সরকার’, এবার আরও ৭ টি প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী

মঙ্গলবার থেকে রাজ্যে ফের শুরু হল ‘দুয়ারে সরকার’ কর্মসূচী। এবারের দুয়ারে সরকার কর্মসূচী চলবে দুদফায়। এই দফার কর্মসূচী চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফায় এই কর্মসূচী চলবে ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত।

তবে এবারের এই কর্মসূচীতে যোগ হয়েছে আরও ৭টি প্রকল্পের পরিষেবা। এতদিন দুয়ারে সরকার কর্মসূচীতে ১৮টি প্রকল্পের পরিষেবা পাওয়া যেত। এবার যোগ হয়েছে আরও ৭টি প্রকল্পের সুবিধা। এই ৭ টি প্রকল্প হল কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড, প্রাণীপালনের জন্য ক্রেডিট কার্ড, মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড, আর্টিজান ক্রেডিট কার্ড, তন্তুবায়দের জন্য উইভার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীদের ব্যাঙ্কের ঋণের অনুমোদন ও প্রতিবন্ধকতার শংসাপত্র।

তৃতীয় বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেছেন ‘দুয়ারে সরকার’। রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে সরকারকে দুয়ারে এনেছেন। প্রথম দিন থেকেই দুয়ারে সরকার রাজ্যের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো জনপ্রিয় প্রকল্পগুলির জন্য আমজনতা যেমন এই শিবিরে এসে তাঁদের আবেদন জানাতে পারেন তেমনি রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রীর, সবুজশ্রীর জন্যও আবেদন জানাতে পারেন।

এছাড়াও এই কর্মসূচিতে জয় জোহর, বার্ধক্য ভাতা, কৃষকবন্ধু,স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাড়াও অন্যান্য প্রকল্পের সুবিধা পান রাজ্যের মানুষ।

Comments are closed.