আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। সূত্রের খবর, আপাতত সল্টলেকের ৫ নম্বর সেক্টরের উইপ্রো থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত চলবে ওই ট্রেন। প্রথম দুই কিলোমিটার পর্যন্ত ভাড়া পাঁচ টাকা, পাঁচ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১০ টাকা, ১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ২০ টাকা, ১৬.৫ কিলোমিটারের ভাড়া ৩০ টাকা। মেট্রো কর্তাদের দাবি, সমস্ত প্রস্তুতি শেষ। নির্ধারিত সময়সূচি মেনেই প্রথম পর্যায়ের মেট্রো প্রকল্প চালু করা হচ্ছে। এই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রথমে চালু হওয়ার কথা ছিল ২০১২ সালে। পরে তা পিছিয়ে করা হয় ২০১৫ সাল। ঠিক হয়েছে, এখন চারটি পর্যায়ে ধাপে ধাপে মেট্রো চালানো হবে।
Comments