মিশরের ভাবাবেগে আঘাত হানার জন্য শুধু বিতর্ক নয় ওই ফটোগ্রাফারকে গ্রেফতারও করেছে মিশর পুলিস। এমনকি এই ঘটনায় ফটোশুটের মডেল সালমা-আল-শাইমি কেও গ্রেফতার করা হয়েছে। পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট করার অভিযোগেই ওই মডেল এবং ফটোগ্রাফারকে গ্রেফতার করা হয়েছে। এদিন কায়রো শহরের বাইরে এক পিরামিডে। খোলামেলা স্বল্প পোশাকে ফটোশুট করছিলেন সালমা-আল-শাইমি । আর এই ছবি প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারপরেই নেটিজেনদের অভিযোগ ওঠে। ঘটনা হাতের বাইরে চলে যাওয়ার আগেঈ ওই মডেল এবং ফটোগ্রাফারকে গ্রেফতার করে মিশর পুলিশ।
View this post on Instagram
সালমা আল শাইমি মাঝে মাঝেই ইন্সটাতে নানা ছবি পোস্ট করে থাকেন। যা তার অনুগামীদের যথেস্ট পছন্দের। এমনকি ইন্সটাতে সালমা একজন জনপ্রিয় মুখ। কিন্তু এদিনের ঘটনায় নেটিজেনদের একাংশ অভিযোগ করে, মডেল যেমন খোলামেলা পোশাক পরেছেন তা মিশরীয়দের সংষ্কৃতি ও ঐতিহ্যেরর পরিপন্থী। যা মিশর ভাবাবেগ এবং সমাজের প্রতি দাগ কেটেছে। অন্য দিকে অনেকের মতেই এই ছবি খারাপ নয়, ছবিটাকে ছবি হিসেবেই নেওয়ার কথা বলা হয় কিন্তু তবুও এই কাজের জন্য গুরুতর শাস্তি পেতে হল সালমা এবং তার ফটোগ্রাফারকে।
View this post on Instagram
Comments are closed.