বিপর্যয় মোকাবিলায় বিদ্যুৎ ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম, চালু হয়েছে টোল ফ্রি নম্বর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে রাতভর বৃষ্টি হয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত। হাওয়া ইফিস জানিয়ে দিয়েছে বুধবারও সারাদিন চলবে বৃষ্টি। তবে এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে তৈরী নবান্ন এবং কলকাতা পুরসভা। মঙ্গলবার সকাল থেকেই বিদ্যুৎভবনে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব শ্রী সুরেশ কুমার, সিএমডিডব্লুবিএসইডিসিল শ্রী শান্তুনু বোস ও বিদ্যুৎ দফতরের অন্যান্য অধিকর্তারা উপস্থিত ছিলেন সেখানে। জানা গেছে, ৩ দিন ধরে এই কন্ট্রোল রুম চলবে।

প্রতিটি জেলায় ২৪ ঘন্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সব জেলার শাসক, পুলিশ সুপার, করপোরেশন, জেলা পরিষদ, সিইএসইকে ফিডার বক্স ও মিটার বক্স ও বিদ্যুতের তার পরীক্ষা করার জন্য বিশেষ উপদেষ্টা পাঠানো হয়েছে। এছাড়াও ট্রান্সফরমার, ফিডার বক্স, সব স্টেশনে জল জমে থাকলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ পত্র ও সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সতর্ক করা হয়েছে। এছাড়াও কোনও রকম অসুবিধায় বিদ্যুৎমন্ত্রী টোল ফ্রি নম্বর চালু করেছেন। ১৯১২১, হোয়াটসআপ নম্বর ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ নম্বরের মাধ্যমে যে কেউ তাঁদের সমস্যা ছবি সহ জানাতে পারবেন।

Comments are closed.