বিজেপির বিরুদ্ধে ফের ক্ষোভ উগড়ে দিয়ে প্রাক্তন স্ত্রী অনন্যা ব্যানার্জির জয়ে উল্লাসিত জয় ব্যানার্জি

৩৭ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা ব্যানার্জি। ২০১৫ সালের ভোটেও জয়ী হয়েছিলেন অনন্যা।

প্রাক্তন স্ত্রীর জয়ে খুশি  জয় ব্যানার্জি। অনেক পরিশ্রম করেছে ও। তার ফল পেয়েছে। বিধানসভা ভোটে টিকিট পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন অনন্যা বলেই মনে করেন জয় ব্যানার্জি। মঙ্গলবার তৃণমূলের জয়ের পর বিজেপির বিরুদ্ধে ফের মুখ খোলেন জয়। বলেন, বিজেপির ব্যর্থতা ফের প্রকাশ্যে এল। তৃণমূল এখন অনেক কাজের দল বলে মনে হচ্ছে।

জোরকদমে প্রচার সেরেছিলেন অনন্যা ব্যানার্জি। মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন অনন্যা। অরূপ বিশ্বাস ধামসা বাজিয়েছিলেন সঙ্গে তাল মিলিয়ে নাচ করেছিলেন অনন্যা। ভোটের ফলাফলে দেখা গেল ৩৭ হাজার বেশি ভোটে জয় পেয়েছেন অনন্যা। এদিন জয়ের পর অনন্যা বলেন, এটা মমতা ব্যানার্জির জয়। মানুষের জন্য কাজ করার আরও একটি সুযোগ পেয়ে ভালো লাগছে। টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস ও যাদবপুরের বিধায়ক মলয় মজুমদারের সঙ্গে এলাকা উন্নয়নের বিষয়ে পরামর্শ করেন তিনি বলে জানান।

২০১৫ সালে প্রথম ঘাসফুল প্রতীকে লড়েছিলেন অনন্যা ব্যানার্জি। বিজেপির তারকা প্রার্থী দেবিকা মুখার্জি ছিলেন অনন্যার প্রধান প্রতিদ্বন্দী। যদিও শেষ হাসি হেসেছিলেন অনন্যা। এরপর একুশের পুরসভার লড়াইয়ে ফের অনন্যাকেই ১০৯ থেকে প্রার্থী করে তৃণমূল। আর এবারও জিতলেন তিনি।

Comments are closed.