কী কারণে এত শিশুর মৃত্যু হচ্ছে? উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ মমতা ব্যানার্জির

করোনার মধ্যেই নতুন আতঙ্ক ছড়িয়েছে শিশুদের জ্বর নিয়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কয়েকশো শিশু জ্বরের কবলে পড়েছে। এবার এই নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কী কারণে এত শিশুই মৃত্যু হচ্ছে? কারণ খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি।

উদ্বেগ প্রকাশ করে তিনি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে রাজ্যে শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কলকাতা থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দলকে উত্তরবঙ্গে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়িতে বহু শিশু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত ইতিমধ্যেই কলকাতা থেকে পাঁচ জন স্বাস্থ্য বিশেষজ্ঞের একটি দল উত্তরবঙ্গে গেছে। জ্বরে চিকিৎসা নিয়ে একটি সপ তৈরি করেছে রাজ্য স্বাস্থ্যদফতর। যা পাঠানো হচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে। শুক্রবারও নতুন করে দুই শিশু মৃত্যু হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে চিকিৎকরা জানিয়েছেন, ঋতু পরিবর্তনের জন্য এই জ্বর, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

 

Comments are closed.