পূর্বাভাস ছিল দুপুর নাগাদ। তার আগেই শুক্রবার সকালে ১৯০ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ফণী’। শুক্রবার সকাল ৯ টার কিছু আগে গোপালপুর ও পুরীতে তীব্র গতিবেগে সাইক্লোন আছড়ে পড়ল। তীব্র ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত পুরী সহ ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলি। বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে পুরী সহ ওড়িশার বিভিন্ন জায়গায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে ঢুকবে ফণী। পশ্চিমবঙ্গের উপকূলে জারি হয়েছে চরম সর্তকতা। শুক্রবার সকালে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। সঙ্গে ঝোড়ো হাওয়া। সকাল থেকেই নেমেই এসেছে সন্ধ্যের মতো অন্ধকার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার বিকেল থেকেই প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। স্মস্ত সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
Comments