বুথে ঢুকে হুমকি, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর কমিশনের, গাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বারাবনির একটি বুথে ঢুকে প্রিসাইডিং অফিসার ও বিরোধী দলের পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন।
সোমবার চতুর্থ দফা ভোট শুরুর পর থেকেই আসানসোল কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপির কোনও পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থী নিজে বিভিন্ন কেন্দ্রে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। সেই সময় বিজেপি নেতারা অভিযোগ করেন, বারাবনির একটি বুথে তাঁদের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। আর সেই সুযোগে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, ওই বুথে বিজেপির এজেন্টই ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বাবুল সুপ্রিয়। বাবুলের অভিযোগ তাঁদের এজেন্টকে বুথেই আসতে দেয়নি শাসক দল। বারাবনি বুথে তৃণমূলের এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে জোর তর্কাতর্কি বেধে যায় বাবুল সুপ্রিয়র। আঙুল উঁচিয়ে প্রিসাইডিং অফিসার এবং অন্য দলের এজেন্টদের হুমকি দিতেও দেখা যায় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে হুমকির অভিযোগে এফআইআর দায়ের করে কমিশন। অন্যদিকে, জামুড়িয়া বারাবনি, রানীগঞ্জে বিজেপি প্রার্থীর গাড়ি আটকে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রার্থী বাবুল সুপ্রিয় নিজে। গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Comments are closed.