ভয়াবহ অগ্নিকাণ্ড বাগরি মার্কেটে, আহত এক দমকল কর্মী, দেখুন নানা মুহূর্তের ভিডিও

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে শনিবার রাত তিনটে নাগাদ আগুন লাগে। স্থানীয়রা জানিয়েছেন, মার্কেটের ছয়’তলা একটি বাড়িতে প্রথম আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলে। রবিবার দুপুর গড়িয়ে যায় আগুন নিয়েন্ত্রণে আনতে আনতে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করে
দমকলের ৩০ টি ইঞ্জিন। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে বিধ্বংসী আকার নিয়েছে বলে দমকল কর্মীরা জানিয়েছেন। মার্কেটের ভিতর থেকে মাঝে মাঝে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ ভেসে আসতে থাকে। মার্কেটটিতে প্রায় ৪০০ টি দোকান রয়েছে বলে জানা গেছে।

আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন একজন দমকল কর্মী। মার্কেটের দেওয়ালে ফাটল ধরেছে আগুনের তাপে।

আগুন লাগার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে যান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারসহ উচ্চপদস্থ দমকল আধিকারিকরা। ব্যবসায়ীরা জানান এই মার্কেটে প্রচুর দাহ্য পদার্থ, ওষুধ ও রাসয়ানিক মজুত ছিল, সেই কারণেই আগুন মারাত্মক আকার নেয়।

Comments are closed.