নারদ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চ্যাটার্জি

নারদ মামলায় ফিরহাদ হাকিম, মদন মিত্রদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল সিবিআই, ইডির বিশেষ আদালত। মঙ্গলবার রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্র, কলকতার পুরসভার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি নারদ মামলায় সিটি সেশন কোর্টে হাজিরা দেন। এদিন প্রত্যেকের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত।

১ সেপ্টেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নারদ মামলায় তদন্তের চার্জশিট জমা দেয়। ইডির চার্জশিটের ভিত্তিতে ফিরহাদ হাকিমদের নামে সমন জারি করে আদালত। তাঁদের ১৬ নভেম্বর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিন সেই মতো, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চ্যাটার্জি সকাল ১০.৩০ নাগাদ আদালতে হাজিরা দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, শুনানি শেষে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তিন হেভিওয়েট রাজনীতিকের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করছে নগর দায়রা আদালত। আগামী ২৮ জানুয়ারী ফের ৩ জনকে আদালতে উপস্থিত হতে হবে।

শুনানিতে এদিন ফিরহাদদের আইনজীবী বলেন, যেহেতু সিবিআইয়ের করা নারদ মামলায় তিন জনেই ইতিমধ্যে জামিন পেয়েছেন তাই ইডির করা মামলাতেও তাঁদের জামিন মঞ্জুর করা হোক। পাল্টা ইডির আইনজীবী সওয়াল করেন, নারদ মামলায় আরেক অভিযুক্ত এস এম এইচ মির্জাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত, সেক্ষেত্রে বাকি অভিযুক্তদেরও সম্পূর্ন জামিনের বদলে অন্তর্বর্তী জামিন দিক আদালত। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর এদিন ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চ্যাটার্জিদের ২৮ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেয় নগর দায়রা আদালত।

Comments are closed.