কাশ্মীরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত পাঁচ জঙ্গি, মৃতদের মধ্যে একজন অধ্যাপক

রবিবার সকালে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচ হিজবুল মুজাহিদিন জঙ্গির। মৃত জঙ্গিদের মধ্যে মহম্মদ রফি ভাট নামের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক রয়েছেন বলেও জানা গেছে। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। সেনা, সিআরপিএফ এবং পুলিশের এই যৌথ অভিযানে,সাদ্দাম পদ্দার নামে একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে। সে কিছুদিন আগে সেনা সংঘর্ষে মৃত আরও এক মোস্ট ওয়ান্টেড জঙ্গি বুরহান ওয়ানির ঘনিষ্ঠ ছিল বলে জানা গেছে।
এনকাউন্টারে মৃত অপর দুই জঙ্গির নাম হল বিলাল মল্ভি এবং আদিল মালিক। আর এক জঙ্গির পরিচয় জানা যায়নি। এদিনের সংঘর্ষের মাঝে পড়ে ১৭ বছরের এক কিশোরেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যদিও সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর সেনা জঙ্গি সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন সাধারণ মানুষ। ঘটনার প্রতিবাদে সোপিয়ান, পুলওয়ামা সহ দক্ষিণ কাশ্মীরের নানা জায়গায় পথে নেমে সেনার বিরুদ্ধে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। সেনা জঙ্গি সংঘর্ষে আহত হয়েছেন এক পুলিশকর্মী এবং এক সেনা জওয়ান।

Leave A Reply

Your email address will not be published.